মুহাম্মাদ আবু মুসাঃ গতকাল বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজোলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান। পরিদর্শনকালে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ ছাড়াও সার্বিক বিষয়ে তিনি খোঁজ-খবর নেন। পরে তিনি (রওনক) মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। শেষে চেয়ারম্যান, সচিব, মেম্বারগণ ও গ্রাম পুলিশদের সাথে ফটোসেশন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, ইউপি সচিব মঞ্জুর আলম, ইউপি সদস্য-সদস্যা নাজমা আকতার, আঙ্গুরী বেগম, আমেনা বেগম, জহুর আহম্মেদ টপি, সুলতান মাহমুদ, নুরুল ইসলাম বাটু, শাহজাহান আলী, আব্দুল কুদ্দুস, আব্দুল বাছেদ, আব্দুর রাজ্জাক, মাহফুজার রহমান। মতবিনিময়কালে ইউনিয়ন পরিষদকে জনসাধারণের জন্য আরো সেবার মান বৃদ্ধি করার জোর তাগিদ দেন উপজোলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান। ইউএনও’র সঙ্গে ছিলেন তাঁর অফিস সহকারী মামুনুর রশিদ মামুনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Leave a Reply