মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশিদ ওরফে সাজু কর্তৃক মিনি এক ট্রাক সরকারী বই বিক্রি করার অভিযোগ উঠেছে। কোন নিয়ম নীতি না মেনে অসৎ উদ্দেশ্যে অনিয়ম তান্ত্রিকভাবে গত ১৯অক্টোবর বুধবার বিদ্যালয়ে প্রকাশ্যে সরকারী বই গুলো বিক্রি করা হয়। ফলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসি ও শিক্ষানুরাগীরা। বিষয়টি তদন্তপূর্বক ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নেয়ার জোর দাবী করেছেন এলাকাবাসি। ওই বিদ্যালয়ের সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক জানান, প্রকাশ্যে মিনি ট্রাক বিদ্যালয়ে এনে সরকারী বই গুলো বিক্রি করা হয়। এ ছাড়া নানা অনিয়ম ও দূর্নীতির পাশাপাশি নারী ক্লেংকারির অভিযোগও রয়েছে প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশিদ সাজু'র বিরুদ্ধে বলে আবুব্ক্কর সিদ্দিক সাংবাদিকদের জানান। প্রধান শিক্ষক সাজু'র বিরুদ্ধে এক ট্রাক বই চুরি করে বিক্রি করা, নারী ক্লেংকারি ছাড়াও আরো নানা অভিযোগ সাংবাদিকদের কাছে তুলে ধরেন ওই এলাকার রবিউল করিম, আঃ মালেক, আঃ লতিফ লাটিম মেম্বার, ফুলবাবু, স্বপনসহ আরো অনেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশিদ সাজু অন্যান্য অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়মমাফিক শুধু ১০৪কেজি খাতা বিক্রি করা হয়েছে, কোন বই বিক্রি করা হয়নি। তবে বিদ্যালয়ে সদ্য সাবেক সভাপতি ও ইউপি সাবেক চেয়ারম্যান সেকেন্দার আলী জানান, বিদ্যালয়ের একজন শিক্ষক আমাকে ভিডিও দেখিয়েছে, সেখান সরকারী কিছু বই ও খাতা বিক্রি করার ভিডিও তে পষ্ঠ রয়েছে। অথাৎ অনিয়ম করে কিছু সরকারী বই ও খাতা বিক্রি করার বিষয়টি তিনি (সেকেন্দার) নিশ্চিত করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান এর সাথে কথা বললে তিনি তাৎক্ষণিক ওই প্রধান শিক্ষক এর সাথে মোবাইল ফোনে কথা বলেন এবং অনিয়মের জন্য কৈফিয়ত করে বই বা খাতা বিক্রি করার টাকা গুলো বিদ্যালয়ের ফান্ডে জমা করতে নির্দেশ দেন। এ ছাড়া সার্বিক বিষয় খতিয়ে দেখে যথাযথভাবে ব্যবস্থা নেবেন বলে জানান। জেলা শিক্ষা অফিসার হজরত আলী জানান, কোন শিক্ষকই এভাবে বই বিক্রি করতে পারে না। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজ্ঞাত কারনে বিষয়টি গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান। নাম প্রকাশ না করে ওই বিদ্যালয়ে কয়েকজন শিক্ষক মিনি ট্রাক বোঝাই সরকারী বই ও খাতা বিক্রি করার কথা স্বীকার করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী করেছেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com