মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর ২০নং সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারীভাবে বরাদ্দ হওয়া শিশু খেলনা বিদ্যালয় চত্বরে স্থাপন শেষে উদ্ধোধন করা হয়েছে। গতকাল এর আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ডাঃ শাহাদৎ হোসেন, ইট ভাটা ব্যবসায়ী শাহ সুলতান, শিক্ষানুরাগী মুঞ্জুরুল ইসলাম তারা, ফজলুল হক রাঙ্গা, বিদ্যালয়ের প্রধান জাহেদুল ইসলাম, সহকারী শিক্ষক হুমায়ন কবীর, তানভীন আক্তার, উম্মে ওবাইদা, বাসন্তি রবি দাস, তিতাস মিয়া, অফিস সহায়ক সুমন মিয়া ও ছাত্র-ছাত্রীবৃন্দ। শিশু খেলনা গুলো পেয়ে কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকগণ ও শিক্ষার্থীরা অত্যান্ত মুগ্ধ হয়েছে। ফলে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে সাধুবাদ জানানো হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com