মুহাম্মদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর ২০নং সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) হুমায়ন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির আহবায়ক ও অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মুহাম্মাদ আবু মুসা।
অন্যান্যদের মধ্যে ছিলেন বিদ্যালয়ের সাবেক সদস্য ফজলুল হক রাঙ্গা, সহকারী শিক্ষক মুন্নাজান বেগম, তানভীন আক্তার, উম্মে উবাইদা, বাসন্তী রবিদাস, তিতাস মিয়া, ছয়ঘড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা, বিদ্যালয়ের অফিস সহায়ক সুমন মিয়াসহ অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ।
শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিদায়ী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ফুল ও শিক্ষা উপকরণ অর্থাৎ উপহার সামগ্রী বিতরণ করেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
Leave a Reply