খবর বিজ্ঞপ্তিঃ বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলালের মাতা নাড়–য়ামালা মধ্যমারছেও গ্রামের রবি বেওয়া বার্ধক্য জনিত কারনে গতশনিবার রাঁত ১২টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫বছর। মৃত্যুকালে তিনি পুত্র-কন্যা, ভাই-বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার বাদজহর স্থানীয় মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাযায় অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, মরহুমার পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল মজিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, প্রভাষক খায়শেদ আলম সিপন, মাহারুফ স¤্রাট, আনোয়ার হোসেন, মিজানুর রহমান মিন্টু, আইনুল হাসান পলাশ, এমআর হাসান পলাশ, কুদরতি খুদা সোহাগ, মোনারুল ইসলাম টুটুন, গোলাম মোস্তফা মিঠু, আব্দুল্লাহ বিন জাহিদ, বেলাল হোসেন, মোস্তাফিজার রহমান মোস্তা, দৌলতজামান’সহ স্থানীয় মুসল্লীগন প্রমূখ। উল্লেখ্য, মরহুমা রবি বেওয়া নাড়–য়ামালা মধ্যমারছেও গ্রামের মরহুম হাছেন আলীর সহধর্মীনি ছিলেন।
অপরদিকে, মরহুমা রবি বেওয়া’র আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত (শোকসন্তপ্ত) পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
Leave a Reply