গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে ১৪ই জুন শনিবার সুখানপুকুর ইউনিয়নের ত্রিমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সুখানপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলামের পরিচালনায় সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রাব্বানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মোরশেদুর রহমান বাবুল, উপজেলা শ্রমিক কল্যানের ফেডারেশনের সেক্রেটারি মাওলানা ইয়াসিন আলী, আজিজুল হক কলেজের সাবেক অধ্যাপক সিরাজুল ইসলাম, নাড়ুয়ামালা ইউনিয়ন জামায়াতের সাবেক চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান।
আরো বক্তব্য রাখেন নেপালতলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জিয়াউল রহমান জিয়া, সুখানপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, জামায়াত নেতা মোস্তাফিজার রহমান।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্র শিবিরের সভাপতি আশিক সেক্রেটারী সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। শেষে অত্র ওয়ার্ডের জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখার কমিটি ঘোষনা করা হয়।
Leave a Reply