মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর সুখানপুকুর বন্দরে দিন দুপুরে যুবদল নেতা জিল্লুর রহমান (২৮)কে এলোপাতারীভাবে কুপিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। পূর্বের জের ধরে শুক্রবার সকাল পৌনে ১১টায় স্থানীয় রুপালী ব্যাংকের সামনে কতিপয় যুবক এ হামলা করে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। আহত জিল্লুর সুখানপুকুর ইউনিয়নের চামুরপাড়া গ্রামের মৃত উমেদ আলীর ছেলে ও স্থানীয় ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
পরিবার থেকে জানানো হয়েছে, আরিফ, ফারুক, আকাশ, সাস্তুল, স¤্রাটরা অস্ত্র নিয়ে এসে অতর্কিতভাবে হামলা চালায়। জিল্লুরের মাথায় রামদা দিয়ে কুপিয়ে ও বার্মিজ চাকু দিয়ে এলোতাপারীভাবে আঘাত করে রক্তারক্তভাবে গুরুত্বর আহত করে সন্ত্রাসীরা চলে যায় বলে সাংবাদিকদের জানানো হয়েছে।
এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক এর সাথে কথা বললে তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ সংক্রান্ত এখনো কোন অভিযোগ বা মামলা পায়নি, পেলে যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply