গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে সোনাকানিয়া বিলের দখল ও ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষের ঘটনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল (৫০) আহত হওয়ার ৫ঘন্টা পর মারা গেছেন। গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলা মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া সরকারপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, গাবতলীর মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া সরকারপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে মহিষাবান ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েলের সাথে সোনাকানিয়া বিলের দখল ও ভাগবাটোয়ারা নিয়ে প্রতিবেশি তাজেলসহ কতিপয় ব্যক্তির দ্ব›দ্ব চলছিল।
এরই জের ধরে গতকাল রবিবার সকালে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের জুয়েল ও তাজেলসহ ৩/৪জন আহত হন। আহতরা বিভিন্নস্থানে প্রাথমিক চিকিৎসা নেয়। এদের মধ্যে জুয়েল প্রতিপক্ষের ইটের আঘাতে বুকে ও পায়ে আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত জুয়েলকে বিকেলে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে প্রতিপক্ষ তাজেল মাথা জখম প্রাপ্ত হয়েছেন। এ ব্যাপারে থানার ওসি সেরাজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এজাহারের প্রস্তুতি চলছিল।
Leave a Reply