মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর সোনারায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তাসহ নানা সমস্যা সমাধান ও উন্নয়ন কল্পে ২৩আগস্ট/২৩ বুধবার বিদ্যালয় মাঠে এলাকাবাসি ও অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি উম্মে কুলসুম এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা মোহাম্মাদ আলী, বিদ্যালয়ের জমিদাতা তোবার হোসেন মন্ডল, সোহাগ মন্ডল, ম্যানেজিং কমিটির আব্দুল মালেক, শিরিন আক্তার, এলাকাবাসি ও বিদ্যালয়ের অভিভাবক আলমগীর হোসেন, তরিকুল ইসলাম তরি, টুকু কাজী, দুলাল করিম, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, ফেরদৌস হোসেন, রিতু বেগম, জুলেখা বেগম, মরিয়ম আক্তার, আদরী খাতুন, কুলসুম বেগম, ববিতা আক্তার, শান্তনা বেগমসহ আরো অনেকে। সমাবেশে বিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তাসহ নানা সমস্যা সমাধান ও উন্নয়ন কল্পে নানা দিক তুলে ধরে আলোচনা করা হয়। উল্লেখ্য, বিদ্যালয়ের পাশের্^র জনৈক মন্টু কর্তৃক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রাস্তা বন্ধ করে দিলে তা আবার চালু করে দেয়। এ বিষয়ে ওই মন্টু মিয়া আকন্দ’র সাথে কথা বললে তিনি জানান, বিদ্যালয়ের বয়স ৩৮বছরে কোন দিন দ্বন্দ হয়নি বা শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তাও বন্ধ হয়নি। তাছাড়া বিদ্যালয়ের সাথে আমাদের কোন ঝামেলা নেই। তবে বিদ্যালয়ের জমিদাতা সদস্য তোবার হোসেন মন্ডল এর সাথে ১৫/২০ দিন আগে থেকে দ্বন্দ চলছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com