গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে গতকাল শনিবার সুখানপুকুর ইউনিয়নের নজরারপাড়া কুড়িরপাড়া ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহবায়ক লিটনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, রাজশাহী বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশরাফ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডেটল, সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, সহ-সভাপতি তৌকির, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক রাহাদ রহমান তাসকিন,
ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাহিন, সুখানপুকুর ইউনিয়ন যুবদল নেতা আযম, জিল্লুর, রনি, ফাহাদ, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com