1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ার শিবগঞ্জে পুত্রবধূকে ধষর্ণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার সোনাতলায় জামায়াতের সংসদীয় আসনের নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত সোনাতলায় অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত ভ্যান চালককে গরু দিলেন ইউপি চেয়ারম্যান টুল্লু সোনাতলায় নাম্বার বিহীন ট্রাকের যন্ত্রাংশ আলাদা করার সময় দুইজন আটক বগুড়ায় ধান কেটে মজুরি না পাওয়ায় ৫ দিনমজুরের থানায় অভিযোগ গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়া কলেজ সরকারীকরণের দাবীতে লিফলেট বিতরণ কাহালুতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার কাহালুতে দুই ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় ১০২ মুক্তিযোদ্ধাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চিঠি

গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মিলটন করামুক্ত

  • মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩২

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র মোরশেদ মিলটন গতকাল মঙ্গলবার (০২আগস্ট/২২) কারামুক্ত হয়েছেন। জেল গেটে বিপুল সংখ্যক নেতা-কর্মী তাঁকে শুভেচ্ছা ও অভ্যথনা জানান। পরে জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র আলহাজ¦ রেজাউল করিম বাদশা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু’র নেতৃত্বে আনন্দ মিছিল নিয়ে সরাসরি জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ একেএম সাইফুল ইসলাম, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, সাহাদত হোসেন খান সাগর, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক আশরাফ হোসেন, শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল বাশার ছাড়াও জেলা, গাবতলী ও শাজাহানপুর উপজেলা বিএনপি এবং অঙ্গদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
উল্লেখ্য, গত ২৯মে/২২ গাবতলীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকারের দায়ের করা মামলায় গত ১৪জুলাই/২২ ৮৭জন আদালতে হাজিরা দিলে উপরোক্ত ৩জনের জামিন না মঞ্জু করে কারাগারের হাজতে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ আদালত। এর আগে তাঁরা হাইকোর্ট থেকে ৬সপ্তাহের জামিন পেলে ১৭জুলাই জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁরা আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে আদালত সকলের জামিন মঞ্জুর হলেও ৩জনের জামিন না মঞ্জু করেন। পরে তাঁদেরকে কারাগারের হাজতে পাঠানো হয়। এঁরা হলেন মোরশেদ মিলটন ছাড়াও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নাড়–য়ামালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, পৌর যুবদলের সাবেক আহবায়ক ও ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ হারুন। এ ছাড়া জেলা মহিলাদলের যুগ্ম সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি গত ১৭জুলাই/২২ আদালতে হাজিরা দিলে তার জামিন না মঞ্জু করে কারাগারের হাজতে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ আদালত। পৌর মেয়র সাইফুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদ আব্দুর রহিম পিন্টুসহ ২৬জন গত ১৯জুলাই/২২ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ২৪জনের জামিন হলেও সাইফুল ও পিন্টু’র জামিন না মঞ্জু করে ২জনকে কারাগারের হাজতে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ আদালত। এর ৬জনের মধ্যে শুধু মোরশেদ মিলটন এর হাইকোর্ট থেকে জামিন হলে গতকাল মঙ্গলবার (০২আগস্ট/২২) তিনি কারামুক্ত হন। জেল গেটে তাঁকে এক নজর দেখতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ভিড় জমায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট