আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন’কে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। ১২জুলাই ২২ মঙ্গলবার সন্ধ্যা রাতে দক্ষিনপাড়া ইউনিয়নের পাচপাইকা বাজারে এলাকাবাসি এই গণসংবর্ধনা’র আয়োজন করেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মী ছাড়াও এলাকাবাসি মমিনুল হাসান মমিনকে ফুলে ফুলে সিক্ত করেন। সকলের ভালবাসায় বিএনপি নেতা মমিনুল হাসান মমিন আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে মমিনুল হাসান মমিন প্রধান অতিথির বক্তব্য দেয়াকালে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএনপি রেতা আফজাল হোসেন ব্যাপারী’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্য ছিলেন বিএনপি ও অঙ্গদলের নুরুল ইসলাম, আবু তাহের আকন্দ, মতিউর রহমান, আব্দুল জলিল, প্রভাষক কবির আহম্মেদ রনি, মাহফুজার রহমান সজল, খলিলুর রহমান, রবিউল ইসলাম পুটু, আমিরুল ইসলাম মিঠু, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম মানিক, জুলফিকার আলী শুভ, মেহেদী হাসান শুভ, মনির সরদার প্রমূখ।
Leave a Reply