গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাঃ মোস্তফা আলম নান্নু বলেছেন, আপনারা নৌকার মার্কার বিজয় নিশ্চিত করুন। আমি সুখে-দুখে আপনাদের পাশে আছি এবং থাকবো। এলাকার রাস্তা-ঘাট, ব্রীজ-কালভাটসহ উপজেলার প্রতিটি গ্রামকে শহরে রুপান্তরিত করার চেষ্টা করবো। গাবতলী এবং শাজাহানপুর উপজেলাকে একেকটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।
গতকাল রবিবার গাবতলীর মহিষাবান ইউনিয়নের উত্তর পাররাণীর পাড়া গ্রামবাসীর উদ্যোগে ২দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সাবেক সমবায় কর্মকর্তা আব্দুল জলিল মন্ডলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক মোস্তফা জামান সিদ্দিক বাবু, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, যুগ্ম সম্পাদক সনি, সাংগঠনিক রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, আ’লীগ নেতা হাফিজার রহমান টোনা, আব্দুর রহিম মোল্লা, সুলতান মাহমুদ, দৌলত জামান দুলু, মাহফুজার রহমান, আব্দুর সবুর প্রমুখ। ঘোড় দৌড় প্রতিযোগিতায় ৩৬টি ঘোড়ার দল খেলায় অংশ গ্রহন করে। দুই গ্রæপে দ্বিতীয় দিন রোববার বিকেলে ফাইনাল ঘোড়দৌড় শেষে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply