গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গতকাল ২৪সেপ্টেম্বর শনিবার বগুড়ার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানমের সভাপতিত্বে হাইস্কুল হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, সহকারী প্রধান শিক্ষক মোরশেদ খাজা, ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত অভিভাবক সদস্য সাংবাদিক আমিনুল ইসলাম, আব্দুল মান্নান, নাজমা খাতুন, শিক্ষক প্রতিনিধি আজাদুর রহমান, রুবেল ইসলাম, সুফিয়া বেগম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মোমিনুল হক শিলুকে সভাপতি নির্বাচিত করা হয়।
Leave a Reply