গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনকল্পে অভিভাবক ও দাতা সদস্য পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন, কোহেল হাসান (২৯০ ভোট), আমিনুর ইসলাম (২৬২ভোট), আব্দুল মান্নান (২৫২ভোট) ও মামুনুর রশিদ (২৫২ভোট)। দাতা সদস্য পদে ১৮জন ভোটারের মধ্যে ১১ ভোট পেয়ে দাতা সদস্য নির্বাচিত হয়েছেন সাহিদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী আব্দুল গফুর মন্ডল পেয়েছেন ৭ ভোট। গতকাল বুধবার সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত অভিভাবক সদস্য পদে ১হাজার ৫৪জন ভোটারের মধ্যে ৫’শ ১৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার রাশেদা খানম। এই ভোটকে কেন্দ্র করে সকাল থেকে বেশ উৎসবমূখর পরিবেশ বিরাজ করেছে ভোটার ও কর্মী সমর্থকদের মাঝে। ভোট যুদ্ধে অভিভাবক সদস্য পদে দুটি প্যালেনের দু’জন দু’জন করে নির্বাচিত হয়েছেন। একটি প্যালেন থেকে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম ও আব্দুল মান্নান এবং অপর প্যালেন থেকে নির্বাচিত হয়েছেন কোহেল হাসান ও মামুনুর রশিদ। ইতিপূর্বে শিক্ষক প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছিলেন, আজাদুর রহমান, রুবেল ইসলাম ও সুফিয়া বেগম। এছাড়াও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন নাজমা আকতার।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com