গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে গতকাল সোমবার বগুড়ার গাবতলী পিআইও অফিসে সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচী পালন করা হয়। গাবতলী পিআইও রাশেদুল ইসলাম রাশেদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঘোষিত এই কর্মসূচী ১২সেপ্টেম্বর থেকে একটানা তিনদিন ১৪সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত চলবে। দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জেলা, উপজেলা ও অধিদপ্তরের শূন্যপদে পদোন্নতি ও নিয়োগসমূহ দূর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২এর আওতায় জনবল কাঠামো তৈরি করার দাবী জানিয়ে একটানা তিনদিনের এই কর্মবিরতি কর্মসূচী পালন করা হবে। নির্ধারিত ৫দাবী না মানায় তারা সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
Leave a Reply