মুহাম্মাদ আবু মুসাঃ শনিবার বগুড়ার গাবতলী ফেন্ডস সার্কেল (জিএফসি) আয়োজিত স্থানীয় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি রেজাউল করিম মহাব্বত এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। বরেণ্য অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বগুড়া সরকারী আজিজুল হক কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. গাজী মোঃ তৌহিদুল আলম চৌধুরী সনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন। আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বগুড়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হুমায়ন কবির, ডুয়েট এর অধ্যাপক ড. প্রকৌশলী মোস্তাকুর রহমান সুমন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মোর্শেদ সরোয়ার নয়ন, মোস্তাফিজুর রহমান মজনু, মনিরুল ইসলাম মিলন, আব্দুস সবুর পিন্টু, প্রতিষ্ঠাতা সদস্য আজিজুর রহমান সোহেল, সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক আপেল মাহমুদ, যুগ্ম সম্পাদক ডাঃ সামীম হোসেন। সংগঠনের প্রচার সম্পাদক মোজাহিদ বুলবুল এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন শফিকুল ইসলাম মিঠু, শফিকুল ইসলাম শফিক, জুলফিকার আলী, আব্দুর রহিম, রাজু আহম্মেদ, মোনছেন আলী, আল আমিন মন্ডল, ইউনুছ আলী ছান্না, জহুরুল ইসলাম, জেসমিন আক্তার, লিটন মিয়া, প্রশান্ত রায়সহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে ২১জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। যা ২মাস পর পর দেয়া হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com