গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার বগুড়ার গাবতলী মহিলা কলেজে দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পিঠা উৎসব, নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণীর সমাপনি অনুষ্ঠিত হয়েছে।
অত্র কলেজ গভর্নিংবডির সভাপতি সাবেক পৌর মেয়র সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাফিজুর রহমান। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। শরীর-স্বাস্থ্য গঠনে খেলাধুলার গুরুত্ব অপরীসিম। খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, ধর্ম চর্চা গুরুত্বপূর্ণ বিষয়।
এগুলা আসলে একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, পরিস্কার মনমানুষিকতা নিয়ে তোমাদের বেড়ে উঠতে হবে। তাহলেই একটি সুন্দর সমাজ ও জাতি গড়ে উঠবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ ফজিলাতুন্নেছা, পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুল বারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।
সহকারী অধ্যাপক জহিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সর্বশেষ সহকারী অধ্যাপক সুলতানা বিদৌরা ও প্রভাষক আব্দুর রহিমের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply