গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলী মহিলা কলেজে বাধ্যতামূলক কোচিং বাণিজ্য বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন দাখিল করা হয়েছে। গতকাল ২১জুন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাকিব হাসান সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই আবেদন দাখিল করেন।
আবেদনপত্রে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত একটি স্বনামধন্য প্রতিষ্ঠান গাবতলী মহিলা কলেজ। বর্তমান বিতর্কিত অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার ধারাবাহিক কর্মকান্ডের অংশ হিসেবে এইচএসসি ২০২২ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ফরম পূরণের সাথে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে বাধ্যতামূলকভাবে ১হাজার টাকা করে কোচিং ফি আদায় করা হচ্ছে। সরকারী পরিপত্র অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য সম্পূর্ণ আইন বহির্ভূত এবং নিষিদ্ধ। পত্রে আরো উল্লেখ করেন বেশ কিছুদিন পূর্বে ২০২১ শিক্ষাবর্ষের পাশকৃত এইচএসসি শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাপত্র বাবদ বিনা রশিদে ৪০০টাকা করে আদায় করা হয়েছে। উল্লেখিত বিষয়ে সঠিক তদন্তপূর্বক উক্ত কলেজে কোচিং বাণিজ্য বন্ধ করে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে আদায়কৃত অর্থ ফেরত দেয়াসহ সকল দূর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিস। এ ব্যাপারে ইউএনও মোছাঃ রওনক জাহান বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকীর সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, এখন ব্যস্ত আছি পড়ে কথা বলবো বলে জানান।
Leave a Reply