গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮আগষ্ট থেকে সপ্তাহ ব্যাপী শুরু হয়েছে বিশেষ স্বাস্থ্য সেবা। বøাড গ্রæপিং, বøাড সুগার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয় কার্যক্রমসহ বিশেষ স্বাস্থ্য সেবা চলমান রয়েছে। হাসপাতাল থেকে প্রতিদিন শত শত মানুষ বিনামূলে সপ্তাহ ব্যাপীর এই স্বাস্থ্য সেবা গ্রহণ করছে। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সে বøাড গ্রæপিং, বøাড সুগার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয় কার্যক্রমসহ বিশেষ স্বাস্থ্য সেবা প্রদানের সূচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শারমিনা পারভীন। এ সময় অন্যান্য চিকিৎসকদের ছিলেন ডাঃ জিল্লুর রহমান সিদ্দিকী (কনঃ শিশু), ডাঃ আজমিরুল হক সরকার (কনঃ মেডিসিন), ডাঃ মুনমুন আহম্মেদ (আরএমও), মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান, ডাঃ সুবা সাইয়ারা, ডাঃ রেজাউল করিম ও হাসপাতালের প্রধান সহকারী আবু হেলাল। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত হাসপাতালে বিনামুল্যে বøাড সুগার পরীক্ষা ৫০জন এবং ৬০জনের বøাড গ্রæপ নির্ণয় করা হয়েছে। এছাড়াও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয়সহ অন্যান্য সেবা দেয়া হয়েছে প্রায় দুই শতাধিক রোগিকে। ১৫আগষ্ট পর্যন্ত চলবে এই স্বাস্থ্য সেবা।
Leave a Reply