আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নে সৎ ছেলেদের হামলায় বাড়িঘর ভাঙচুরসহ আহত পারুল বেগম সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে শালমারা ইউনিয়নে সীট বিশুরপাড়া গ্রামে। পারুল বেগম ওই গ্রামের মৃত মজিবরের দ্বিতীয় স্ত্রী।
এ ঘটনায় আহত পারুল বেগমের প্রতিবন্ধী মেয়ে জামাই খয়বর জানান, আমার শ্বাশুড়ির যে বাড়িঘর রয়েছে তা সম্পূর্ণ খাষ জমি। এই জমিতে প্রায় ৩০ বছর ধরে ৩ছেলে ২মেয়েকে নিয়ে আমার শ্বাশুড়ি বসবাস করে আসছে। ১২ বছর আগে আমার শ্বশুর মারা যান। তার পর থেকে শ্বাশুড়ির সৎ ছেলেরা এ বাড়ি ঘর ছেড়ে চলে যেতে বলেন। বিভিন্ন সময় তারা হুমকি ধামকি দিয়ে আসছে। আজকে শুক্রবার সকালে তারা বেশ কয়েকজন সাঘাটা উপজেলার কামারপাড়া গ্রাম থেকে অতর্কিত ভাবে এসে শ্বাশুড়িকে বাড়ি থেকে নেমে যেতে বলেন। বাড়ি থেকে না নামায় তারা ভাংচুরসহ আমার শাশুড়িকে লাটি সোডা গাছের ডালদিয়ে বেদম মারপিট করে ফেলে রেখে যায়। এ গ্রামের শতশত মানুষ তাকিয়ে দেখলো কেহ এগিয়ে আসেনাই। আমি প্রতিবন্ধী মানুষ চেয়ে চেয়ে দেখা ছাড়া আমার কিছুই করার নাই। আমি এঘটনার প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার চাই।
এ ব্যাপারে আহত পারুল বেগমের ছেলে সবুজের স্ত্রী রাশেদা বেগম জানান ,নুন্নু সরকার, জাহাঙ্গীর, আমজাত, হান্নানসহ আরও অনেকে আমার শ্বাশুড়িকে তারা এর আগেও এ জমি ছেড়ে যেতে বলেছে। আজকেও তারা বাড়িঘরে হামলাসহ আমার শ্বাশুড়িকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে।
এ ব্যপারে ওই ওয়ার্ডের মেম্বার পলাশ সাথে কথা বললে তিনি বলেন, ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি নিন্দনীয় প্রতি পক্ষের সাথে কথা বলে স্থানীয় ভাবে মিমাংসা করার চেষ্টা করবো।
এরিপোর্ট লেখা অবদি থানায় অভিযোগের প্রস্তূতি চলছিল।
Leave a Reply