বায়েজীদ গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাহাদত হোসেন (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে।
শনিবার (২৪ জুন) সকালে উপজেলার হরিরামপুর ইউপির হরিরামপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাদত হোসেন ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,শাহাদত হোসেনের বাবা আব্দুল জলিলকে জমি লিখে দেন তার দাদি। কিন্তু তার চাচাকে জমি লিখে না দেওয়ায় শনিবার সকালে চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে বাকবিতন্ডা হয়। এরই একপর্যায়ে চাচা ও চাচাতো ভাই জাহিদুল ইসলাম, পলাশ ও জাহাঙ্গীর আলমসহ কয়েকজন শাহাদত হোসেনকে পিটিয়ে হত্যা করে।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)শামসুল আলম শাহ জনান,শাহাদৎহোসেনের চাচা তার দাদিকে ভরণপোষণ না দেওয়ায় তার বাবার নামে জমি লিখে দেয়।এতে চাচাসহ চাচাতো ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে ওঠে।একপর্যায়ে দুপক্ষের বাকবিদন্ডা হয়। এসময় শাহাদতকে পিটিয়ে হত্যা করে তারা।এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার তৎপরতা চালাচ্ছিলেন পুলিশ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com