1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :

গোবিন্দগঞ্জে দুটি পরীক্ষা কেন্দ্রে ৫ শিক্ষককে অব্যাহতিঃ ৩ পরীক্ষার্থী বহিস্কার

  • বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২২২

বায়েজিদ, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদ্রাসা শিক্ষাবোর্ডের আওতাধীন আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি (বিএম) পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার কারণে দুটি কেন্দ্রের ৫ মাদ্রাসা শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ সময় পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে ৩ পরীক্ষার্থীও বহিস্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ জুন) গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া পরিদর্শনের সময় দায়িত্বে অবহেলার দায়ে মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩ জন ও এমএ মোত্তালিব টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কলেজ কেন্দ্রে ২ শিক্ষককে অব্যাহতি প্রদানের নির্দেশ প্রদান করেন।

মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন কাঁঠালবাড়ী মাদ্রাসার প্রভাষক কাজী ইমরান, শহরগছি মাদ্রাসার প্রভাষক সাইদুর রহমান, প্রভাষক আবু তালহা এবং মহিমাগঞ্জ এমএ মোত্তালিব টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রের দায়িত্বরত জগদীশপুর আছাব আলী ফাজিল দাখিল মাদ্রসার শিক্ষক শাহ আলম ও মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক আব্দুল বারী।

বহিস্কৃতরা দুই পরীক্ষার্থী মহিমাগঞ্জ এমএ মোত্তালিব টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রের এবং মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা কেন্দ্রের আলিম পরীক্ষার্থী।

মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও এমএ মোত্তালিব টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কর্তব্যে অবহেলার অভিযোগে কেন্দ্রের দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। আর পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে দুই কেন্দ্রের তিন পরীক্ষার্থীকেও বহিস্কার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট