বায়েজীদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তোহা এন্টারপ্রাইজ নামের এক যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালকসহ ৪ যাত্রী নিহত হয়েছে।
আজ শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার রংপুর-ঢাকা মহসড়কের তালতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম স্থানীদের বরাত দিয়ে বলেন, ওই সময়ে তোহা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী রংপুরের দিকে যাচ্ছিল। এরই মধ্যে গোবিন্দগঞ্জের তালতলা নামকস্থানে পৌঁছালে একটি সিএনজিকে ধাক্কায় দেয়। এসময় সিএনজির চালকসহ ৪ জন নিহত হয়। তাক্ষনিক নিহতেরদের নাম-ঠিকানা জানাতে পারেনি ওসি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com