1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা গাবতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বগুড়ায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার সুন্দরগঞ্জে সপ্তম শ্রেণীর স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগ দায়ের কাহালুতে গলায় উড়না পেঁচিয়ে এক মহিলার আত্মহত্যা দূর্নীতি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠনে ইসলামী আইনের বিকল্প নেই -অধ্যক্ষ শাহাবুদ্দীন

গোবিন্দগঞ্জে লাল নিশান দিয়ে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিলেন আদালত

  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৭৮

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা পার্শ্ব বর্তি গ্রামে আদালতের নির্দেশে প্রায় ২৬.৩০ শতক জায়গা ঢোল-শোহরত বাজিয়ে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছেন গাইবান্ধা গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের প্রতিনিধি ক্ষমতাপ্রাপ্ত নাজির এটিএম শাহিনুল ইসলাম।

১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের হাবিবের বাইগুনি গ্রামে ২৬.৩০ শতক জায়গা ঢোল-শোহরত বাজিয়ে লাল ফ্ল্যাগ দিয়ে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছেন।

১৩ মার্চ বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা যায়, হাবিবের বাইগুনি গ্রামের মোঃ মজিবর রহমান গংদের বাড়ির উঠানে থাকা ২৬.৩০ শতক জায়গা মৃত বয়েন উদ্দিন প্রামাণিক ছেলে মোঃ রমজান আলী প্রামানিক, আব্দুল হামিদ প্রামাণিক ও মৃত বয়ান উদ্দিন প্রামাণিক ছেলে শাহ আলম প্রামাণিক গংদের কাছে দখলে থাকা জমি। বাড়ির উঠানে ২৬.৩০ শতক জায়গা চারপাশে লাল নিশান দেওয়া।
বর্তমানে সেখানে নির্মাণাধীন টিনের চালা ঘর, গোয়াল ঘর গাছপালাসহ সীমানার চার পাশে লাল ফ্ল্যাগ বসিয়ে দিয়েছে।

এসময় এলাকাবাসী মোমিন স্ত্রী বলেন, দীর্ঘদিন এই জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসে। কিছুদিন আগে হঠাৎ শুনি আদালত থেকে লোক এসে এসব জায়গার চারপাশে লাল নিশান বসায় একজন ঢুলি ঢোল বাজিয়ে লাল নিশানা দেয়া পুরো জায়গা ঘুরে বেড়ান। পরে তিনিই জায়গার দখল বুঝিয়ে দিতে প্রকৃত মালিক মজিবর প্রামাণিক নাম ঘোষণা করেন।

মজিবর গংদের রাজু মিয়া প্রামাণিক বলেন, হাবিবের বাইগুনি গ্রামে জেলে নং ৩৩৩, সি.এস খতিয়ান নং – ৭৮, এসে এ খতিয়ান নং ৯৮, আর এস খতিয়ান নং ২৬৮,৩৪০,৪২৯,২৬৩, সাবেক দাগ ২৪, হালে ৮৪, জমি ৩২ শতক, সাবেক দাগ ১৩৭, হাল দাগ নং ১৬৫, বাঁশ ঝাড় জমির ০৫ শতক, সাবেক দাগ ১৪০, হাল দাগ ১৬৬, বাঁশ ঝাড় জমির ৩৬ শতক সাবেক দাগ ১৪৭, হাল দাগ ২৪৭ এবং বাড়ি ১৪ শতক মোট ৮৭ শতকের মধ্যে ২৬.৩০ শতক বেদখলি জায়গা বুঝে পেতে আমরা আদালতে মামলা করি। মামলার রায়ের পরিপ্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে প্রকৃত মালিক আমাদের কাছে জায়গা বুঝিয়ে দেয়া হয়।

প্রতিপক্ষের রমজান আলী প্রামানিক ও আব্দুল হামিদ প্রামাণিক গংদের একজন মোঃ সোহেল প্রামানিক বলেন, তারা আদালতের এক তরফা রায় পেয়ে বাঁশের খুঁটি পুঁতে লাল ফ্ল্যাগ বসিয়ে জমি দখল করেছে। আমরা এর প্রেক্ষিতে আদালতে আপিল করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট