বায়েজীদ, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস শ্যামলী ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শুক্রবার(৭ জুলাই) দিবাগত রাত ১২.৪৫ মিনিটের দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কাটাখালী বালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতের সংখ্যা আর বাড়তে পারে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম।
তিনি জানান, গোবিন্দগঞ্জের কাটাখালী এলাকায় যাত্রীবাহী বাস শ্যামলী ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com