বায়েজীদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামারের আম বাগান থেকে ১৬টি চোরাই মহিষ উদ্ধার করেছে পুলিশ। এসময় আলতাফ হোসেন (৫০) নামে এক চোরকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার থেকে মহিষগুলো উদ্ধার করা হয়। আটককৃত আলতাফ উপজেলার সাপমারা উত্তরপাড়া গ্রামের চৌরা মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করে ফুলছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, রোববার (১২ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ভজনডাঙ্গা গ্রামের জাকাত আলী ছেলে আব্দুর রহিম মিয়ার খামার থেকে ১৬টি মহিষ চুরি করে একদল চোর।
এই অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় অভিযান চালানো হয়। এসময় আলতাফ নামে এক চোরসহ চুরি যাওয়া ১৬টি মহিষ উদ্ধার করা হয়।এ অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবু ইলিয়াস জিকু। সঙ্গে ছিলেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী, এস আই আকতার হোসেন।
Leave a Reply