আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় নির্বাচনকে কেন্দ্র করে ঈগল প্রতীকের সমর্থককে মারপিটের ঘটনায় গ্রেফতারের ১৪ ঘন্টা পর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন সহ ৬ জনের জামিন মঞ্জুর।
জামিন পাওয়া হওয়া অন্যরা হলেন মো. লিমন (৩২), মো. রায়হান (২৮), মো. রানা (২৬), মো. রাজন (৩৫) ও নিপুন (২৮)। তারা সবাই সোনাতলার জোড়গাছা এলাকার বাসিন্দা।
১জানুয়ারী সোমবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে র্যাবের একটি গোয়েন্দা দল তাদের গ্রেফতার করে। মঙ্গলবার ভোরে তাদের বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারের পর ওইদিন বগুড়ার সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ হাজির করে জামিন আবেদন করেন তাঁরা। শুনানি শেষে বিচারক জিনিয়া জাহান বেলা আড়াইটার দিকে মিনহাদুজ্জামানসহ ৬ আসামির জামিন আবেদন মঞ্জুর করেন। বগুড়া আদালতের পরিদর্শক মোসাদ্দেক হোসেন জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য নির্বাচনকে কেন্দ্র করে ঈগল প্রতীকের সমর্থক রেজয়ানুল রিজভীকে মারপিটের ঘটনায় রিজভীর স্ত্রী নাহিদ নাসরিন সাথী বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামন লিটন ও আওয়ামী লীগ নেতা আব্দুল মতিনসহ ৭ জনকে আসামি করে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। এই মামলায় আগাম জামিন নেয়ার উদ্দেশ্যে গোপনে সোনাতলা উপজেলা চেয়ারম্যান লিটন ও অন্যরা ঢাকায় যাচ্ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com