চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ বিদ্যুত-গ্যাস ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্দ্ধগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধি বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চিলমারী শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলার থানাহাট বাজার জামে মসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা মোড়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ করে বিক্ষোভকারীরা। এসময় বক্তব্য রাখেন মোজাহিদ কমিটির মাওঃ জামিউল ইসলাম, হাফেজ মোঃ আসাদুজ্জামান মুকুট, ইসলামি আন্দোলন চিলমারী শাখার সভাপতি হাফেজ মাওঃ মোঃ উমর ফারুক, সাধারন সম্পাদক হাফেজ মোঃ রুকুনুজ্জামান লিটন,বদরুল ইসলাম,ছাত্র আন্দোলনের ওয়াজ কুরুনী প্রমুখ। এসময় মোজাহিদ কমিটির সদস্য, ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও বিভিন মসজিদের মুসুল্লিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদেন।
Leave a Reply