চিলমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ মুজিব বর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের চিলমারীতে ৫ ফেব্রুয়ারি, রবিবার সকালে পাঠাগারের সাধারণ সদস্য ও পাঠকদের অংশগ্রহণে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরির আয়োজনে ব্রহ্মপুত্র পাঠাগারের প্রতিষ্ঠাতা ও প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু, সাধারণ সম্পাদক মোঃ ছাবেদ আলী মন্ডল সবুজ, শিক্ষক মমতাজ বেগম, অংকুর পাঠাগারের গ্রন্থাগারিক মিতু পারভিন প্রমুখ।
বক্তারা এই ডিজিটাল সময়েও বইয়ের গুরুত্ব কোন অংশে কমে যায়নি বলে অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, প্রত্যেক মানুষের মনন বিকাশে বইয়ের কোন বিকল্প নেই। তাই তারা শিক্ষার জন্য নির্ধারিত বইসমূহের পাশাপাশি সৃজনশীল বই পড়ার প্রতি আরো মনোযোগী হতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সকলের প্রতি আহ্বান জানান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরির গ্রন্থাগারিক সুমিত্রা রাণী।
Leave a Reply