চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ঐতিহ্যবাহী চিলমারী নদীবন্দর পরিদর্শন করলেন প্রধানমনত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।রোববার সকালে তিনি এ নদীবন্দর পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন আশ্রয়ন-২ প্রকল্পের মহাপরিচালক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এনডিসি, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, উপজেলা নিরবাহী অফিসার মো. মাহবুবুর রহমান, চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো. আতিকুর রহমান, চিলমারী নৌ-বন্দর ঘাট ইজারাদার মোঃ শহিদুল্লাহ কায়ছার ইমু প্রমূখ। পরিদর্শন শেষে মুখ্য সচিব রৌমারীর উদ্দেশ্যে বন্দর ত্যাগ করেন। এর আগে কুড়িগ্রাম থেকে সকাল সাড়ে ৮টায় চিলমারী বন্দরের উদ্দেশ্যে রওনা করেন।
Leave a Reply