বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল পদত্যাগ করেছেন। ৮ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া ৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ও প্রতিষ্ঠানের সভাপতি আবদুর রাজ্জাক। তিনি বলেন বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় অধ্যক্ষ মোস্তফা কামাল নিজেই পদত্যাগ করেছেন।
এ বিষয়ে অধ্যক্ষের বক্তব্য নিতে তার ব্যবহৃত মুঠোফোনে বিভিন্ন সময় যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
এইদিন সকালে শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়মের অভিযোগ তুলে প্রতিষ্ঠানের সামনে জড়ো হয়। তারা অধ্যক্ষসহ তার বিভিন্ন অপকর্মে সহায়তাকারী শিক্ষকদেরও পদত্যাগ দাবি করেন। পরে অধ্যক্ষ পদত্যাগ করার ঘোষণা দেন। তবে অন্যান্য কোন শিক্ষকদের পদত্যাগের কোন খবর পাওয়া যায়নি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com