রিমন আহম্মেদ বিকাশ, স্টাফ রিপোর্টার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বগুড়া সোনাতলার বালুয়াহাটে বিক্ষোভ মিছিল করেছে বালুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা।
শুক্রবার(১৮জুলাই) বাদ মাগরিব সোনাতলার বালুয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বালুয়াহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালুয়াহাট হাইস্কুল গেটে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব মোহন।
মোহন তার বক্তব্যে বলেন, জামায়াত শিবির ও এনসিপি দেশে পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের মানহানি করার অপচেষ্টা চলছে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়ার ছবি অবমাননা করে দেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে বিকৃত করেছে। পাশাপাশি তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।"শুধু তাই নয়,এই বেহায়ারা আমাদের প্রানপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেছে। আমরা এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। ভবিষ্যতে বিএনপিকে নিয়ে কোন কটুক্তি বা অবমাননা করলে বালুয়া ইউনিয়ন বিএনপি এর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত থাকবে।
আরো বক্তব্য দেন বালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসফিকুল আলম সিজু,সহসভাপতি মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক এমজেড ইসলাম কামাল, বালুয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শামীম হোসেন, কৃষকদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ, শ্রমিকদলের আহবায়ক মোহিদুল ইসলাম মহব্বত, সেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত আলী বিটুল, ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম তারেক প্রমুখ। সভাটি পরিচালনা করেন,বালুয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম।
এ সময় বালুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com