মুহাম্মাদ আবু মুসাঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর চাচী জোবেদা বেগম বাধর্ক্য জনিত কারনে ১১নভেম্বর/২২ শুক্রবার ভোর সোয়া ৪টায় ঢাকার বসুন্ধরা বাসায় ইন্তেকাল করেছেন ইন্না—-রাজিউন। সন্ধ্যার পূর্বে তাঁর মরদেহ স্বামীর গ্রামের বাড়ি বগুড়া গাবতলীর মহিষাবানে আনা হয়। এর পর তাঁর বাবার বাড়ি গাবতলীর তল্লাতলা গ্রামে বাদ মাগরিব জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়। এতে শরিক হয়ে ছিলেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫বছর। তিনি ২মেয়ে, ১ছেলে, নাতী-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী অর্থাৎ জিয়াউর রহমান এর চাচা ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন অনেক আগেই মারা যান। উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন জিয়া পরিবারের ঘনিষ্ঠজন ও মহিষাবান ইউপির সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মন্ডল।
Leave a Reply