রিমন আহম্মেদ বিকাশ, স্টাফ রিপোর্টার: স্থানীয়ভাবে বগুড়ার ফুটবলকে এগিয়ে নিতে আগামী ৯ আগস্ট (শনিবার) থেকে শুরু হতে যাচ্ছে বগুড়া ডিসি কাপ ফুটবল টুর্ণামেন্ট। জেলার সকল উপজেলা দুটি গ্রুপে বিভক্ত হয়ে এ টুর্ণামেন্টে অংশগ্রহণ করবে। আর এ টুর্ণামেন্টের আয়োজন করবে বগুড়া জেলা পরিষদ। আগামী ১০ আগস্ট(রবিবার) সোনাতলা উপজেলা প্রথম ম্যাচ খেলবে শাহজাহানপুর উপজেলার সাথে।
এ টুর্ণামেন্টকে সামনে রেখে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে তার কার্যালয়ে ৩ আগস্ট (রবিবার) সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক, সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন,মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক, যুব উন্নয়ন অফিসার শহ জামাল, পাকুল্লা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম,সোনাতলা ফুটবল টিমের কোচ রাকিব হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক টুল্লু,মধুপুরের ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, পৌর প্রতিনিধি রুহুল আমিন রাজু, সোনাতলা উপজেলা টিমের অধিনায়ক রবিউল ইসলাম রাব্বি ও খেলোয়াড় রাকিব হোসেন রকি।
Leave a Reply