মুহাম্মাদ আবু মুসাঃ শনিবার ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির শিক্ষা ট্রাস্ট এর আয়োজনে রাজধানীর খামারবাড়ি গিয়াস উদ্দিন মিলকি হলরুম শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নাননু, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব এসএম শফিউজ্জামান খোকন, পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোস্তাফিজুর রহমান।
আরো বক্তব্য রাখেন বৃহত্তর বগুড়া সমিতির শিক্ষা ট্রাস্ট এর চেয়ারম্যান নাসরিন বেগম, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সম্পাদক ডক্টর একেএম আহসান হাবিব রুবেল, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোশারফ হোসেন খন্দকার, গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ অরুণ কান্তি রায় সিটন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ বৃহত্তম বগুড়া সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ঢাকায় বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে ৯৮জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রি ডাঃ রোকেয়া সুলতানা, ডাঃ মোস্তফা আলম নাননু এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ। শেষে শিক্ষার্থীদের সাথে অতিথিবৃন্দ ফটোসেশন করেন।
Leave a Reply