
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, গাবতলী উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিলটন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলার মাটিতে কোন নির্বাচন হবে না এবং হতে দেয়া যাবে না। তিনি আরো বলেন, বর্তমান সরকার সার্বিক ক্ষেত্রে ব্যর্থ, তাই এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া যাবে না। পরিশেষে আগামীতে লড়াই-সংগ্রামে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গতকাল সোমবার বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে স্থানীয় গোলাবাড়ি বন্দরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। মহিষাবান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহেল বাকী ও সাধারণ সম্পাদক এম আর ইসলাম রিপন এবং জহুরুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য আরো রাখেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক অধ্যাপক আশরাফ হোসেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মনিনুল হাসান মমিন, সাহাদত হোসেন খান সাগর, নাড়ুয়ামাল ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম টুকু, জেলা পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যাপক নজমুল হক, সুখানপুকুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতিকুর রহমান পিন্টু, মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ মন্ডল, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, বিএনপি নেতা সুলতান আহমেদ হাফিজার, আব্দুল মালেক, শাহজাহান আলী, আবুল কালাম আজাদ, আব্দুল হান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ন আহ্বায়ক মশিউর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশ, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, সহ -সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন, মহিষাবান ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসানুর রহমান, যুবদল নেতা রেজাউল করিম, আল আমিন, ছাত্রদল নেতা আকাশ, দোয়েল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।
Related
Leave a Reply