বগুড়া প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস ছাত্রদলের সাবেক নেতা সাজ্জাদুর রহমান নাইট ( ৫১) ইন্তেকাল করেছেন। ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি অসুস্থতা বোধ করলে বগুড়া শহরের ফুলবাড়ীর বাসভবন থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পথে গতকাল শনিবার দিবাগত রাত ১১ টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র জাউল করিম বাদশা, সাধারন সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর আসনের সাবেক এমপি গোলাম মোঃ সিরাজ, বিএনপির কেন্দ্রীয় সদস্য কাজী রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক বগুড়া-৪ (কাহালু –নন্দীগ্রাম) আসনের সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। তার নামাজে জানাজা রবিবার বাদ জোহর ফুলবাড়ী উত্তর মধ্যপাড়া গোরস্হান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার জানাযা নামাজ ও দাফনে রাজনৈতিক নেতাকর্মী ও আত্বিয়স্বজন অংশ নেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com