সোনাতলা সংবাদ ডেক্সঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে বাবা ছেলে আহত হয়ে সোনাতলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নে সীট বিশুরপাড়া গ্রামের মৃত নবেজ বেপারীর ছেলে মোঃ ইন্তাজ বেপারী (৬৫) ও তার ছেলে মোঃ লিটন মিয়া (৩০)।
ঘটনাটি ঘটেছে ২৯ মে বুধবার বিকাল ৪টায় সীট বিশুরপাড়া নিজ বাড়িতে।
আহত লিটন বলেন, আম পাড়ার কোটাকে কেন্দ্র করে তৃতীয় পক্ষের লোকের সাথে কথা কাটাকাটি হয়। সেই ঘটনার জের ধরে আমাদেরকে সন্দেহ করে আমার চাচি শাহিনুর বেগম ঢাকায় থাকা চাচা ও চাচাতো ভাইদের ডেকে নিয়ে আসে বাড়িতে। পরবর্তীতে তারা বাড়িতে এসে কোন কিছু বুঝে না উঠতেই প্রতিপক্ষ মোঃ রেজাউল বেপারীর ছেলে সাইদুল ইসলাম (২৫), আনছার আলীর ছেলে ফারুক মিয়া (৩০), রেজাউল ইসলাম ও তার ছেলে শামীম মিয়া (২৫), সাইদল ইসলামের স্ত্রী শাহিনুর বেগম এবং কামরুল বেগম ও শেফালী বেগম সবাই মিলে আবার বৃদ্ধ বাবাকে এলোপাথাড়ি ভাবে লাঠি দিয়ে মারপিট করতে থাকে। এতে করে আমার বাবার মাথা ফেটে যায়। আমার বাবকে বাঁচাতে গেলে তারা আমাকেও লাঠি দিয়ে আঘাত করলে আমার মাথা ফেটে যায়। পরে এলাকাবাসী আমাদের উদ্ধার করে সোনাতলা হাসপাতালে ভর্তি করে দেন। আমার বাবার মাথায় ৬টি সেলাই করতে হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
এ ঘটনায় প্রতিপক্ষ সাইদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য পলাশ বলেন, আমার ওয়ার্ডের সীট বিশুরপাড়া গ্রামে দুই পরিবারের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। উভয়েই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা সুস্থ হয়ে আসলে বসে সমাধান করবো।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com