1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা গাবতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

তোকে খুন করবো সোনাতলায় আয়, সাংবাদিক প্রতীক ওমরকে হুমকি

  • শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৪৩২

বগুড়া প্রতিনিধি: সংবাদ প্রকাশের জেরে দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমরকে (মো: ওমর ফারুক) প্রাণনাশের হুমকি দিয়েছেন আবুল কালাম আজাদ পুটু নামের একজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বিষয়টি পুলিশকে অবগত করে শুক্রবার দুপুরে (২১ জুন) বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ঘটনার বিবরণে জানাযায় চলতি জুন মাসের ১৫ তারিখে দৈনিক মানবজমিন পত্রিকায় ‘তালিকা তৈরিতে জালিয়াতি, গুদাম ভরাচ্ছে সিন্ডিকেট, জানেন না কৃষক’। এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদে সিন্ডিকেট সদস্যদের অন্যতম একজন হিসেবে আবুল কালাম আজাদ পুটুর নাম ছাপা হয়। যা একজন সোর্সের বক্তব্যের মাধ্যমে উঠে আসে।

ওই সংবাদে আবুল কালাম আজাদ পুটুর আত্মপক্ষ সমর্থনের জন্য তার মন্তব্যও ছাপা হয়েছে। আবুল কালাম আজাদ পুটু সংবাদ প্রকাশের দিন ১৫ জুন সন্ধ্যর একটু আগে কয়েক বার সাংবাদিক প্রতীক ওমরের মুঠোফোনে ফোন দেয়। প্রতীক ওমর বাইক চালানো অবস্থায় থাকায় ওই সময় ফোন রিসিভ করতে পারেননি। পরে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে প্রতীক ওমর ফোন ব্যাক করেন। তারপর পুটু তার নাম কে বলেছে সেই সোর্সের নাম জানতে চায়। সোর্সের নাম না বলায় পুটু ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তিনি বলেন, তোকে খুন করবো সোনাতলায় আয়।

পুটু সোনাতলা উপজেলার একজন প্রভাবশালী ব্যাক্তি। সে সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম নান্নুর ভাই।

প্রতীক ওমর বলেন, আমি যথাযথ সূত্র উলে­খ করে সংবাদটি প্রকাশ করেছি। ওই সংবাদে আবুল কালাম আজাদ পুটুর নাম চলে আসায় তিনি আমাকে মুঠোফোনে গালিগালাজ করেছেন এবং হত্যার হুমকি দিয়েছেন। ফোন কলের সেই হুমকি, গালিগালাজ রেকর্ড করা আছে। আমি বর্তমানে চলাফেরায় অনিরাপদ বোধ করছি বিধায় বিষয়টি বগুড়া সদর থানায় একটি সাধারণ জায়েরি করেছি।

এদিকে সাংবাদিক প্রতীক ওমরকে হুমকির বিষয়ে সাংবাদিক ইউনিয়ন বগুড়া উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন। এতে ইউনিয়নের সভাপতি গনেশ দাস এবং সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ যৌথভাবে বলেছেন, ‘আমরা গালিগালাজের অডিওটি শুনেছি। সেখানে আপত্তিকরভাবে যেভাষায় হুমকি দেয়া হয়েছে তাতে আমরা উদ্বেগ প্রকাশ করছি। বিষয়টি পুলিশ প্রশাসনকে গুরুত্ব দিয়ে আমলে নেয়ার জন্য অনুরোধ করেন’। তারা আরো বলেন, বর্তমানে সাংবাদিকরা চরম হুমকির মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে। কোথাও সাংবাদিকদের নিরাত্তা নেই। সাংবাদিকদের কর্মক্ষেত্র নিরাপদ করার উদ্যোগ রাষ্ট্রকে নিতে হবে’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট