সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেইল বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশা ভ্যানের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
আহত দুজনের মধ্যে একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও অপরজন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বানিয়াদীঘি গ্রামের সাইফুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪২), একই গ্রামের আবদুল আজিজের ছেলে মোজাহার আলী (৬০) ও আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার মৃত মনসুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৬০) এবং কাহালু উপজেলার ডিপুইল গ্রামের কাঙ্গালী সরদারের ছেলে ভ্যানচালক ময়েন সরদার (৫২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকার এবিসি টাইলস ফ্যাক্টরির শ্রমিক। কাজ শেষে রাত সোয়া ৮টার দিকে তারা অটোরিকশায় নিজ নিজ বাড়ি ফিরছিলেন। তারা রাত সাড়ে ৮টার দিকে দুপচাঁচিয়া উপজেলার মেইল বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছেন।
এ সময় নওগাঁ ছেড়ে আসা বগুড়াগামী গরুবোঝাই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক শফিকুল ইসলাম, মোজাহার আলী ও শহিদুল ইসলাম মারা যান। এ সময় তিনজন আহত হন
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com