স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া –১ সংসদীয় আসনের দাঁড়িপাল্লার মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দীন বলেছেন –সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করতে হলে ইসলামী আইনের বিকল্প নেই। ইসলামী আইন-কানুন মেনে চললে দেশের জনসাধারণ শান্তিতে বসবাস করবে ও থাকবে না কোন ধরনের ভেদাভেদ। তাহলে দেশে শান্তি ফিরে আসবে। কোন ধরনের দুর্নীতি হবে না। দেশ ও জাতির উন্নতি হবে।
তাই “দূর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে এদেশে জামায়াতের কোন বিকল্প নেই।” তাই আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি। তিনি আরও বলেন,জামায়াতে ইসলামীর প্রতিনিধিগণ ক্ষমতায় গিয়ে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে চায়।তারা ক্ষমতায় গিয়ে আমাদের সমাজ থেকে সর্বপ্রকার অন্যায় ও অবিচার চিরতরে বন্ধ করে দেবে।
শুক্রবার(৫ সেপ্টেম্বর) উপজেলা বালুয়া ইউনিয়নের ধর্মকুল,বামুনিয়া,হাড়িয়াকান্দি,বাগবাড়ি ও রসিনাবাড়ী গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শাহাবুদ্দীন উপরোক্ত কথাগুলো বলেন।
বালুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাবিরুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি এবিএম গোলাম ফারুকের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করিম, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মতিউর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ শাকিল,যুবনেতা হাবিবুর রহমান ও শাফি, দিগদাইড় ইউনিয়ন আমীর মহিদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, মানব সম্পদ বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মান্নান।
উল্লেখ্য অধ্যক্ষ শাহাবুদ্দীন উপজেলার বালুয়া ইউনিয়ন এর উত্তর দিঘলকান্দী গ্রামে বাদ জুমা শহীদ সৈকতের কবর জিয়ারত করেন। এসময় শহীদ সৈকতের বাবা মো.নজরুল ইসলামসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply