রিমন আহম্মেদ বিকাশ, স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির বলছেন- আওয়ামী সরকার বিগত ১৬ বছরে রাষ্ট্র কাঠামোগুলোকে ধ্বংস করেছে। এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। রাষ্ট্র মেরামতে আমাদের নেতা তারেক রহমান দুই বছর পূর্বে ৩১ দফা ষোষণা করেছিলেন। এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলো উপস্থাপিত হয়েছে। এ ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৬ জুলাই(রবিবার) সকালে বগুড়ার সোনাতলার বালুয়াহাটেলিফলেট বিতরণকালে জাকির উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বরও বলেন,তারেক রহমান ঘোষিত ৩১ দফায় বাংলাদেশের সকল শ্রেণী পেশা মানুষের কথা উল্লেখ রয়েছে। রাষ্ট্র কাঠামো গঠনে এই ৩১ দফা বাস্তবায়ন হলে এর সুফল সকল জনগণ ভোগ করবে। তাই জনগণের মাঝে আমরা ৩১ দফা সম্পর্কে প্রচার করে যাচ্ছি।
এ সময় তার সাথে ছিলেন, সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব মোহন, সহসভাপতি মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির যুববিষয়ক সম্পাদক মাহবুবর আলম রাসেল, সহশ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিল্টন, উপজেলা সহ-যুববিষয়ক সম্পাদক ওয়ালেদুর রহমান, বালুয়া ইউনিয়ম মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মহাতাব হোসেন মোল্লা, বিএনপি নেতা ফজলুর রহমান মোল্লা, হযরত আলী উপজেলা যুদলের যুগ্ম আহবায়ক হুমায়ন কবির,
উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহম্মেদ, বালুয়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ, যুবদলের আহবায়ক শামীম হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত আলী বিটুল, শ্রমিকদলের আহবায়ক মোহাব্বত হোসেন, ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম তারেক সহ বালুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মী।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com