পি কে, রাকিবুল ইসলাম , ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে হাসেম আকন্দ (৩২) নামের এক ইলেকট্রনিক মিস্ত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । সে ধুনট পৌর এলাকার ১নং ওয়ার্ডের পশ্চিম ভরণশাহী থানা পাড়া গ্রামের মৃত মজনু আকন্দের ছেলে। সোমবার বিকালে সবার অজান্তে সে আত্মহত্যা করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ।
এ ঘটনায় কাউন্সিলর মঞ্জিল আকন্দ বলেন, ইলেকট্রনিক মিস্ত্রি হাসেম আকন্দ শয়ন কক্ষে বাঁশের তীরের সাথে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে।
কি কারণে আত্মহত্যা করছে তা ধারণা করা যাইনি।
ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয় ও তাহার পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় মৃত্যুদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ধুনট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply