রাকিবুল ইসলাম ধুনট(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে নুরুল ইসলাম তালুকদার নামের এক ব্যক্তি পৈত্রিক সম্পত্তি ভাই বোনদের ফাঁকি দিয়ে নিজ নামে সম্পতি রেকর্ড করে নেওয়ার অভিযোগে উঠেছে । এঘটনায় সহোদর ভাই নজরুল ইসলাম তালুকদার বাদী হয়ে আদালতে মামলা করেছেন।
জমি জমা নিয়ে ভাইয়ে ভাইয়ে মামলার বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রঘুনাথ পুর গ্রামে।
মামলার বাদী নুজরুল ইসলাম জানান, ধুনট উপজেলার ভান্ডারবাড়ি মৌজার ৫ একর ৮৫ শতক পৈত্রিক সম্পত্তি সাত ভাই ও দুই বোন মৌখিক ভাবে বন্টন করে প্রত্যেক ভাই ৮০শতক জমি প্রাপ্ত হয়ে দির্ঘদিন যাবত ভোগ দখল করে আসছেন। নুরুল ইসলাম চালাকি করে ছোট ভাইদের সম্পত্তি নিজ নামে এস এস রেকর্ড করে নেন। এরপর নুরুল ইসলাম ওই সম্পত্তির মধ্যে থেকে ছেলে সাইফুল নামে ১৩১০ এস এ খনিয়ানের ৫৫৭ ও ৩৩৬ দাগের ২১ শতক সম্পত্তি রেজিষ্ট্রি দলিল করে দেন। সাইফুল ইসলাম ২১ শতক ওই জমি অন্যত্র বিক্রি করার জন্য বায়না নেওয়ার বিষয়টি জানাজানি হলে নজরুল ইসলাম বাদী বগুড়া সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন এবং ধুনট সাবরেজিষ্ট্রার বরাবর দলিল রেজিষ্ট্রি না করার জন্য একটি অভিযোগ করেছেন।
এবিষয়ে সাবরেজিষ্ট্রার দেবদ্যুতি রায় সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি কাগজ পত্র পর্যালোচনা করে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে। নজরুল ইসলাম আরো বলেন, পৈত্রিক সুত্রে পাওয়া আমার ভোগ দখল করা সম্পত্তি বড় ভাই নরুল ইসলাম তার ছেলের নামে অবৈধ ভাবে দলিল করে দিয়ে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষের সৃষ্টি করেছেন। নুরুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সম্পত্তি আমার ছেলের নামে দলিল করে দিয়েছি।
Leave a Reply