পি কে,রাকিবুল ইসলাম,ধুনট (বগুড়া): প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে ২০ পিস ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোয়ালভাগ মধ্যপাড়া গ্রামের আছের শেখের ছেলে আইয়ুব শেখ (৪০)। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা ৪৫ মিনিটে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায়, ঘটনার দিন ধুনট থানা পুলিশের একটি চৌকস দল ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। থানার এসআই মিজানুর রহমান, এ এসআই জাহাঙ্গীর আলম ও এএআই সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোয়ালভাগ মধ্যপাড়া এলাকার আছের শেখের ছেলে আইয়ুব শেখের নিজ বাড়ী থেকে ২০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান,ধৃত আসামীর মাদক মামলা দায়েরের পর শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply