সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদী থেকে বালু উত্তোলনে বাধা দেওয়ায় আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে আহত করেছেন যুবলীগের এক নেতা। এ ঘটনায় ওই দুই নেতা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন।
শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বানিয়াজান-কৈয়াগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।আহত ফরিদুল ইসলাম ডলার (৪০) ভান্ডারবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর অভিযুক্ত বেলাল হোসেন উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার যমুনা নদীর চৌবেড় মৌজার বালু মহালটি বেলাল হোসেন ৬ মাসের জন্য জেলা পরিষদ থেকে ইজারা নিয়েছেন। তিনি ২০২২ সালের ২ অক্টোবর থেকে যমুনা নদী থেকে বালু উত্তোলন করছেন। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরের দিকে নদী থেকে বালু উত্তোলনকালে বেলাল হোসেনের কাছে চাঁদা দাবি করেন ফরিদুল ইসলাম। কিন্তু চাঁদা না পেয়ে ফরিদুল ও তার লোকজন বালু উত্তোলন কাজে নিয়োজিত শ্রমিকদের মারধর ও নৌকা ছিনিয়ে নেয়। এতে ক্ষুব্ধ হয়ে বেলাল হোসেন ও তার লোকজন ফরিদুলকে পিটিয়ে আহত করে। আহত আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ঘটনায় বেলাল হোসেন ফরিদুলসহ ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দিয়েছেন।ফরিদুল ইসলাম বলেন, ‘বেলাল হোসেন যমুনা নদীর ইজারাবহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন করায় আবাদি জমি ও বসতভিটাসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এ কারণে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিলে বেলাল ও তার লোকজন আমাকে পিটিয়ে আহত করেছে। বেলালের কাছ থেকে চাঁদা চাওয়া হয়নি। এ ঘটনায় বেলাল হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’ ধুনট থানার এসআই আসাদুজ্জামান বলেন, ‘যমুনা নদী থেকে বালু তোলাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় পাল্টাপাল্টি দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply