পি কে,রাকিবুল ইসলাম , ধুনট (বগুড়া):
বগুড়ার ধুনট উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন এবং সদর দপ্তর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের অধীনস্ত (মেকানাইজড) কর্তৃক এ শীতবস্ত্র বিতরণ করে। ২০ ডিসেম্বর বুধবার দুপুরে ধুনট সরকারী ডিগ্রি কলেজ মাঠে ৫৫০ জন শীতার্ত মানুষের হাতে বস্ত্র তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মহসিন রেজা।
এ সময় উপস্থিত ছিলেন ৯ বীর (মেকানাইজড) এর অধিনায়ক লেঃ কর্নেল খালেকুজ্জামান। উল্লেখ্য বাংলাদেশের যে কোন দূর্যোগ মোকাবেলায় মানবিকতা ও দায়িত্বশীলতার সহিত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়াও জনসেবামুলক কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় ধুনট উপজেলায় এ শীতবস্ত্র বিতরন করা হয়।
Leave a Reply