রাকিবুল ইসলাম, ধুনট বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ ফুল মিয়া নামের (৩০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার(১২ডিসেম্বর) ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেন। সে ধুনট উপজেলা এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের মৃত খোকা মন্ডল ছেলে।
থানার এসআই জাহাঙ্গীর আলম,এ এসআই সাখাওয়াত,ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা প্রাইমারি স্কুলের সামনে থেকে
৩ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি ফুল মিয়াকে হাতে নাতে আটক করেন। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করেন ।
ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান,ফুল মিয়াকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply