অনলাইন ডেক্স : করোনাকালের কথা, শুটিং বন্ধ। ঘরে বসে সময় কাটছে। এমন সময়ে ছবি আঁকার নেশা চাপল মাথায়। সেই সময় বেশ অনেকগুলো ছবি এঁকে ফেসবুকে শেয়ার করে প্রশংসিত হন ভাবনা। কিছু ছবি বিক্রিও হয়েছিল তখন। সেই অর্থ দিয়ে করোনায় আক্রান্ত কিছু মানুষের সাহায্য করেছেন ভাবনা। এরপর সিদ্ধান্ত নিলেন নিজের আঁকা ছবি দিয়ে একটি প্রদর্শনী করবেন। ২০টির মতো ছবি চূড়ান্ত করেছিলেন।
সপ্তাহখানেক আগে হঠাৎ খবর এল পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেট-সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। লাখ লাখ মানুষ সহায়–সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। যে যেভাবে পারছেন বন্যাদুর্গত এলাকায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন।
Leave a Reply